Aabtak Khabar,30 May: ভারতীয় সেনাবাহিনীর বীর পরাক্রম কে কুর্নিশ জানিয়ে আজ মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসের সামনে থেকে একটি বিশাল জয় হিন্দ শোভা যাত্রা বের করা হয়। এই জয় হিন্দ শোভা যাত্রায় প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধূরী অংশ গ্রহন করেন ।

350 ফুট জাতিয় পতাকা নিয়ে এই শোভা যাত্রা করা হয়। বহরমপুরে শহর পরিক্রমা করে। এই পদযাত্রার শেষে একটি সভা করে যেখানে আমাদের দেশের সেনাবাহিনী ও তার পরিবার দের সন্মান করা হবে বলে জানালেন।