অবতক খবর,২৬ ডিসেম্বর: বহরমপুরের মধুপুর এলাকায় বাস দুর্ঘটনা, অল্পতেই রক্ষা পেলেন যাত্রীসহ পথ চলতি মানুষ। এদিন বৈকালে ইসলামপুর থেকে বহরমপুর গামী একটি বাস বহরমপুর এলাকায় আসার সময় হঠাৎই বাঁদিকের জায়গা ফেটে যায়। এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নতুন মার্কেট কমপ্লেক্সের এর দোকানে ইলেকট্রিকের পোল ভেঙে ঢুকে যায়। যদিও যাত্রীসহ দোকান অন্যদের কোন প্রাণ হানির খবর নেই। এই ঘটনার পরে এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ আছে সমস্ত ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনে।