অবতক খবর,৩ জানুয়ারি: স্থানীয় সূত্রে জানা যায় একটি পিকআপ ভ্যান চুনাখালি থেকে বহরমপুর আসার সময় একজন সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি মাংসের দোকানে গিয়ে ধাক্কা মারে। ওই দোকানে থাকা তিন ব্যক্তি আহত হয়।

তিনজনের মধ্যে একজন গুরুতর আহত , স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তিন আহতদের, বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন ব্যক্তি।
পিকআপ ভ্যানের চালক অক্ষত অবস্থায় থাকলেও পিকআপ ভ্যানের কিছুটা ক্ষয়ক্ষতি হয় এবং রাস্তার ধারে র মাংসের দোকানের অবস্থা সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত।ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ, গাড়ি ও চালক দুজনকেই আটক করে