আও! জলদি জলদি আও
বস্ত্র নাও! বস্ত্র নাও!
শারদ উৎসবের দুপুর।
প্যান্ডেলে প্যান্ডেলে
এ মাথা থেকে ও মাথা ঘুরলাম প্রচুর।
আমার নজরে
ঘটনা ওপরে খবর ভেতরে!
বস্ত্রদান উৎসব
তমাল সাহা
আমার প্রিয় এই দক্ষিণ ভারতের দেশ
দেখি, দেখে আমার চোখ আশ্চর্য গোল গোল বেশ!
গাঙ্গেয় প্রদেশ থেকে দিকচক্রবাল ঘুরে মণিপুর
দেখি বিবস্ত্রা নারীদেহ পড়ে আছে শব।
প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি এবার প্রাচুর্য দেখি
চারিদিকে বস্ত্র বিতরণ উৎসব!
বস্ত্র খোলো আবার বস্ত্র দাও—
ভাবি এ কোন্ মহতী খেলা।
মুখ চোখ নাক কান সবই বন্ধক দিয়েছি
মহাকালের দিকে ছুটে যায়
আমার এই অস্তগামী প্রান্তিক বেলা!