অবতক খবর,১৯ জানুয়ারি,বসিরহাট: বসিরহাট উত্তর বিধানসভা প্রত্যন্ত এলাকায় বেশ কিছু জায়গায় জনসংখ্যার ভিত্তিতে পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা ছিল দীর্ঘকাল যাবত।
সেইসব জায়গা গুলি চিহ্নিত করে জল সংকট মেটাতে উদ্যোগী হলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল।
নিজের বিধায়ক তহবিলের টাকায় দীর্ঘ এক মাস ধরে সেইসব প্রত্যন্ত এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ করে চলেছেন বিধায়ক সাহেব। এদিন হাসনাবাদ ব্লকের মুরারিশা গ্রাম পঞ্চায়েতের ঘোলা গ্রামের জামে মসজিদ সংলগ্ন জায়গায় একটি গভীর নলকূপের উদ্বোধন করেন বিধায়ক।
উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক রফিকুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী,ব্লক এবং পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ।
বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল জানান,যেসব জায়গায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা আছে সেগুলি চিহ্নিত করে আমরা এই মাসের মধ্যেই তা সমাধান করব।