আজ হাজার চুরাশির মা-র জন্মদিন
বসাই টুডুর মা
তমাল সাহা
তুমি তখন অপারেশন বসাই টুডু
চোট্টি মুন্ডা ও তার তীর
তুমি তখন জেলবন্দীর মা হাজার চুরাশির।
তুমি তখন অরণ্যের অধিকার
জল ও ভাতের গল্প
তুমি তখন অগ্নিগর্ভ,নও কোনো বিকল্প
তখন তুমি অক্ষরাস্ত্রী ছুটছো দুর্নিবার
তখন তোমায় কে রোধে সাধ্য কার!
তুমি তখন শব্দে আঁকো
একের পর এক অধিকারের ছবি–
মানুষ জল জঙ্গল জমি
তুমি তখন অন্যধারায় অন্যস্রোতে
দেখাও কী বিচিত্র এই জন্মভূমি!