অবতক খবর :: নদীয়া ::   আর পাঁচটা স্বাভাবিক রাতের মতই গতকাল নদীয়ার শান্তিপুরের টাউনশিপ পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া কলোনির বাসিন্দা সবিতা রায় একটি ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তার অসুস্থ স্বামীর সাথে। ভোর ছটা নাগাদ হঠাৎ মায়ের চিৎকার শুনে পাশের ঘরে শুয়ে থাকা দুই ছেলে ছুটে আসে, মায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুলে ছোবল বসিয়েছে প্রকান্ড সাইজের চন্দ্রবোড়া।

সাথে সাথে রানাঘাট হাসপাতাল থেকে কল্যাণীতে ট্রান্সফার করা হয়, তার শারীরিক পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিলো, অবশেষে কাল বিকাল ছটা নাগাদ তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।