অবতক খবর,২৩ নভেম্বর: ৬ মাস আগে সন্ধ্যাবেলা চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ায় দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।ধৃতদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করলো পুলিশ।সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে।ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ওরফে ঝাকু ও টোটন ভকত।

স্থানীয় সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া দুজনই বর্ধমান শহরে সক্রিয় বিজেপি কর্মী।
১৮জুন সন্ধ্যায় বর্ধমান শহরের আলমগঞ্জএলাকায় ব্যবসায়ী মনোজিৎ দে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। আলামগঞ্জে গুড়ের ব্যবসা আছে।মুন্না সাউ ফোন করে কাপিস দাস কে সেই কথা জানিয়ে দেয়। মনোজিৎ বাড়ির কাছে আসতেই চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ঘটনার পরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বর্ধমান থানার আইসি নিজে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয় খতিয়ে দেখেন। পরবর্তীতে ব্যবসায়ী মনোজিৎ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রায় ৬মাস পর অবশেষে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করলো। চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে এক গুড় ব্যবসায়ীর ব্যাগে থাকা ৩ লক্ষ ৬৫ হাজার টাকা ও দেড় ভরি ওজনের গলার সোনার চেন ছিল।

ছিনতাই হওয়ার ঘটনায় প্রায় মাস ছয়েক আগে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান শহরে। ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে বর্ধমান থানার পুলিশ সেই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরতে পারছিল না। তবে তদন্ত চলছিলই। শেষমেশ বৃহস্পতিবার বিকেলে খোসবাগান এলাকার রানীসায়ের পশ্চিমপাড় থেকে পুলিশ এই ঘটনায় জড়িত একটি বাইক সমেত দু জনকে গ্রেপ্তার করে …