অবতক খবর,২৭ জুনঃ ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে উল্টে গেল লোকাল ট্রেনের একটি কামরা। এই ঘটনার জেরে সাময়িক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

রেল সূত্রে জানা গিয়েছে, ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মে ৯ টা ৫০ মিনিটের কর্ড লাইন লোকাল ট্রেনটির ঢোকার কথা ছিল। সেই সময়ই বর্ধমান স্টেশনের আসানসোলের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। দ্রুত ট্রেনটিকে লাইনে তোলার জন্য কাজকর্ম শুরু হয়। মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ সেখানে জমা হয়ে যান।

সবার আলোচ্য বিষয় ছিল একটাই। ট্রেনে লোক না থাকায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা মিলেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, লাইন থেকে কামরাটি পুরো একদিকে এমনভাবে হেলে পড়েছে যে অন্যদিকের চাকা কয়েক ফুট ওপরে উঠে গিয়েছে। শুধু যে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে, তাই নয়। লাইনের স্লিপারগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে, তার ওপর দিয়ে কিছু এমনভাবে গিয়েছে যে ঘষার দাগ স্পষ্ট। ফলে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা পরিষ্কার নয়।

অন্যদিকে, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন হওয়ায় এখান দিয়ে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বেশ কিছু ট্রেন দেরিতে চলে। পরে ট্রেনের অন্য বগিগুলিকে সরিয়ে দেওয়া হয়।