অবতক খবর,৭ মার্চ: নগর উন্নয়ন দপ্তরের নির্দেশ অনুসারে বর্জ্যমুক্ত ও ডেঙ্গু মুক্ত নির্মল পৌরসভা গঠনের অঙ্গীকারবদ্ধ মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রধান ইন্দ্রজিৎ ধর, আজ সকালে পৌরপরিষদ, কাউন্সিলর বিন্দ ও পৌরসভার সমস্ত রকম কর্মীদের নিয়ে একটি বিশেষ অভিযান করলেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলেন।
এই অভিযানের মধ্যে দিয়ে জনগণের মধ্যে বর্জ্য ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় ছিল মূল লক্ষ্য।
আগামী দিন মুর্শিদাবাদ পৌরসভার অতিথি নিবাস “নেতাজি আবাসে “আসতে চলেছেন উন্নয়ন দপ্তরের সুডা’র সেক্রেটার ডলি চৌধুরী আলোচনা হতে পারে conservative service নিয়ে উক্ত আলোচনাস্থলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভার প্রতিনিধি বৃন্দ উপস্থিত থাকা সম্ভাবনা রয়েছে।
আজ নির্মল সাথী কর্মীদের হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক “সাউন্ড বক্স “এর মাধ্যমে তারা ওয়ার্ডে নাগরিকবৃন্দদেরকে সচেতন করে উঠতে পারবেন বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ, এবং বাড়ি বাড়ি বর্জ্য পরিষেবা সুবিধার জন্য তিনখানি অত্যাধুনিক বর্জ্য বহনকারী টোটো গাড়ি পথ চলা শুরু করল।