অবতক খবর ৯ ডিসেম্বর: বরানগরের শিক্ষিকার  মৃত্যুতে, দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে, অবরোধ ডানলপ মোড়।

যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ পর্যন্ত মৃত শিক্ষিকার দেহ সৎকার করা হবে না।

গত ৫ই ডিসেম্বর  বরানগর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে ভুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হন।

আর তারপর থেকেই  তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আর আজ ডানলপ মোড় অবরোধ করে  দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা।

তাদের অভিযোগ – বর্তমানে স্কুলের প্রিন্সিপাল এর নেতৃত্বে চলতো থ্রেট কালচার।

অবিলম্বে তার শাস্তির দাবি করছি। যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না।