অবতক খবর,২৯ জানুয়ারি: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকর ডিসেরগড় রোড স্থিত মহাময়া জুয়েলার্স এর মালিক মলয় কর্মকার আজ বিকেল সাড়ে চারটায় কুলটি থানার বরাকর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন যে গতকাল রাতে প্রায় সাড়ে নটার সময় সে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বারাকরে একটি দোকানে কিছু কিনতে যায় সে সময় তার স্কুটিতে একটি বেগে তার দোকানের সোনা রাখা ছিল। তারপর হটাৎ দেখে তার স্কুটি থেকে ব্যাগ চুরি হয়ে গিয়েছে। এরপর আজ এই চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলো বরাকর ফাঁড়িতে।