অবতক খবর,৩০ ডিসেম্বর: বয়স সবে দুই! ঠিক মতো কথাও ফোটেনি মুখে। তার মধ্যই সৈয়দ আরিজ আহমেদ জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে। এই খবর ছড়িয়ে পড়তেই মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের আন্দিতে শুক্রবার রাত্রে সন্ধ্যা ওই শিশুকে সম্বর্ধনা দিলেন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব।

২ বছর বয়সেই ইংলিশে ১ থেকে ৩০ প্রযন্ত, জাতীয় প্রতীক, ৩০টি পাখির ও প্রাণীর নাম, বাংলায় ১ থেকে ১০, অ আ বলতে পারেন সৈয়দ আরিজ আহমেদ। আর যার কারণে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক সব রেকর্ডসে। ওই শিশুকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আন্দিতে ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়। এই দিনের উপস্থিত ছিলেন যুব সভাপতি শামসের দেওয়ান, যুব সহ-সভাপতি আনোয়ার হোসেন, ব্লক সভাপতি রবিন কুমার ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনেরা