অবতক খবর,২০ অক্টোবর: সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা বন্যা পরিস্থিতি হওয়ায় এলাকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা গৃহহীন এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সেইসব মানুষদের ত্রাণ সামগ্রীও পোঁছে দেওয়া হয়েছে। এবার বন্যা কবলিত এলাকা গুলিতে অসহায় এবং গৃহহীন মানুষদের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাবে জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা।
তাই আজ বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের একাধিক শাখা থেকে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী এসে পৌঁছল দুববাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসায়। আগামী ২৪ অক্টোবর জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হাতে নগদ অর্থ, চাল, বস্ত্র ইত্যাদি তুলে দেব বন্যা কবলিত এলাকাগুলিতে দেওয়ার জন্য বলে জানান বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাঁরা করোনা অতিমারীর সময়ও গরিব মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পোঁছে দিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব, জমিয়তে উলামায়ে হিন্দের সদাইপুর থানা এলাকার সভাপতি মৌলানা ইজাজুল হক, খয়রাশোল ব্লক এলাকার প্রতিনিধি হাফিজ নাসির, মহম্মদ বাজার ব্লক এলাকার প্রতিনিধি মৌলানা জামসেদ, সাঁইথিয়া ব্লক এলাকার প্রতিনিধি হাফিজ কুতুব, মুরারই ব্লক এলাকার প্রতিনিধি মৌলানা গুলাম মুস্তাফা, ময়ূরেশ্বর ব্লক এলাকার প্রতিনিধি আব্দুল জব্বার সহ জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।