অবতক খবর :: নদীয়া :: রানাঘাট কুপার্স ক্যাম্প বাজারে এক মাছ বিক্রেতাকে বটি দিয়ে কোপ মারল তারই এক বন্ধু নাম বাপ্পা রায়। বটির আঘাতে আহত প্রদীপ হালদার থানায় অভিযোগ করেন এবং তার অভিযোগের ভিত্তিতে বাপ্পা রায় কে গ্রেপ্তার করেছে পুলিশ।প্র দীপ হালদারকে আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুপার্স ক্যাম্প বাজারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে প্রদীপ বাবুর বক্তব্য আমি বিজেপি করি আর বাপ্পা তৃণমূল করে বলেই হয়তো আমাকে মেরেছে।









