অবতক খবর,১৮ সেপ্টেম্বর: বনলতা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা। নববারাকপুর থেকে প্রকাশিত হয়। রবিবার বিকেলে বনলতা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার ষষ্ঠ বর্ষের শারদ সংখ্যা ২০২৩ এর শুভ উদ্বোধন হল নববারাকপুর সতীনসেন নগর রানিকুঠি উৎসব ভবনে।সাহিত্য পত্রিকার শুভ উদ্বোধন ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে থেকে প্রবীণ খ্যাতনামা কবি লেখক শিল্পী সাংস্কৃতিক কর্মীদের চাঁদের হাট বসে। উপস্থিত লেখক সাহিত্যিক সাংবাদিক রা স্বরচিত কবিতা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।

মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে বনলতা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার ষষ্ঠ বর্ষের শারদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন শিশু সাহিত্যিক লক্ষ্মীনারায়ন চক্রবর্তী, লেখক হরিদাস বালা, বাদল সরকার, প্রাক্তন আমলা ব্যোমকেশ মজুমদার, চিকিৎসক ডাঃ শুভদীপ বন্দ্যোপাধ্যায়, পত্রিকার সম্পাদক বনানী চক্রবর্তী প্রমুখ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী মালা পাল।অতিথিদের বরণ করার পাশাপাশি স্মারক দিয়ে সন্মানিত করা হয়।পত্রিকার সম্পাদক বনানী চক্রবর্তী বলেন বর্তমান ইন্টারনেট যুগে আমরা এখন ডাইরির পাতা থেকে বেশি হয়তো মোবাইলে টাইপ করে লিখি। পেনের বদলে হাতের সিম্বলে টাইপ করে ইংরেজি বা বাংলায় কবিতা গল্প যতটা সম্ভব লিখছি। যারা কবিতা ভালোবাসেন সাহিত্য পত্রিকাকে বাচিয়ে রাখতে চান হাতের কলমকে কোনদিন ছাড়বেন না। দু লাইন চার লাইন দশ লাইন লিখবেন। ভাববেন সারাদিন কাজের শেষে এটাই আমার কাজ। বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি আমরা সেই কাজটা করতে পারব।ছোট বনলতা সাহিত্য পত্রিকা ছয়ে পা দিলো।

বনলতাকে বাঁচিয়ে রাখবেন পুথির আকারে। আগামী প্রজন্মের কাছে এই বার্তা বেশি করে পৌছে দিতে চাই। দুর দুরান্ত থেকে উপস্থিত কবি লেখকরা ভিন্ন স্বরচিত কবিতা সংগীত পরিবেশন করে কবি সন্মেলন ঘিরে জমজমাট চাঁদের হাট। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী পাল এবং সঞ্জীত কুমার দুবে।