অবতক খবর,২৪ অক্টোবর: বনগাঁ হাসপাতালে বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। ভোগান্তিতে রোগীর পরিজনেরা। নবমীর রাতে হাসপাতালের এম্বুলেন্স চালকদের মারধর করে কয়েকজন দুষ্কৃতীরা । দোষীদের গ্রেফতারের দাবিতে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন অ্যাম্বুলেন্স চালকরা । ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বনগাঁ থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ নবমীর রাতে একদল যুবক মদ্যপন অবস্থায় হাসপাতালে এসে এক প্রকার তাণ্ডব চালাতে থাকে । সেই প্রতিবাদ করতে গেলে তাদের কে মারধর করা হয় । এই নিয়ে দীপক মন্ডল নামের এক অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন কয়েকজন মদ্যপান অবস্থায় আমাদের মধ্যে বেশ কয়েকজনকে মারধর করেছে । ঘটনায় মনটা মন্ডল ও বাবু দাস নামে এই দুই চালক এখনো আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । শ্যামল দাস নামের এক চালক আক্রান্ত । আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । প্রশাসন দোষীদের গ্রেফতার করুক আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেবো । অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন রোগীর পরিবারের সদস্যরা । তারা জানিয়েছেন অ্যাম্বুলেন্স এর জন্য কথা বলতে এসেছি কিন্তু হঠাৎ শুনছি পরিষেবা বন্ধ । এখন কি করে রোগীকে বাড়ি নিয়ে যাবো সেটাই চিন্তার বিষয় ।