অবতক খবর,২১ জুলাইঃ বনগাঁ স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা ট্রেনে করে  গেছেন। তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে আটটা আটের বনগাঁ লোকালে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় পৌঁছান।

সকাল থেকেই স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার সভাপতি গোপাল শেঠ সহ বিভিন্ন নেতৃত্ব। বনগাঁ বাগদা গোপালনগর সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার তৃণমূল কর্মীরা রওনা দিয়েছেন এই ট্রেনে।

তৃণমূল কর্মী সমর্থকদের জন্য প্লাটফর্মে খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছিল। তৃণমূল সূত্রে খবর আজ প্রায় পাঁচটি ট্রেন ২০০ টি বাস ও কয়েক হাজার ছোট গাড়ি ধর্মতলার উদ্দেশ্যে যাবে।