অবতক খবর,১৯ ডিসেম্বর: বড়োসড় ডাকাতির ছক বানচাল করলো বাগদা থানার পুলিশ। পুলিশের জালে ধৃত ছয়। উদ্ধার বিভিন্ন ধারালো অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে বাগদা থানার আউলডাঙ্গা এলাকায় টহলরত পুলিশ কর্তাদের চোখে পড়ে পাঁচ থেকে ছয় জনের একটি দল আউলডাঙ্গা এলাকায় সন্দেহজনক ভাবে জমায়েত করে আছে। সেই সময় যুবকদের তল্লাশি নিতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র। যার মধ্যে দা,শাবল, ছুরি সহ মোট ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি অভিযুক্তরা সকলেই বাগদা থানায় এলাকার বাসিন্দা।গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে এই আউলডাঙ্গা এলাকায় জড়ো হয়েছিল তারা। ঘটনাস্থল থেকে ছয় যুবককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের নাম সুমন্ত হালদার , রাহুল বিশ্বাস , সুমন রয় , সাগর চৌধুরী , বাকুল সরদার ও মনিশংকর বিশ্বাস । মঙ্গলবার অভিযুক্তদের বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়।