অবতক খবর,১০ অক্টোবর: আজ রাত নটা নাগাদ হাজিনগর পেপার মিল মোড়ের বিদ্যুতের খুঁটিতে হঠাৎ করেই আগুন লেগে যায়। সেই সময় ঘটনাস্থলেই ছিলেন হালিশহর পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি জিয়াউল হক। ঘটনা দেখা মাত্রই তিনি এবং তাঁর সহযোগীরা তৎপর হয়ে সেখান থেকে মানুষজনকে সরিয়ে দেন। খবর দেওয়া হয় বিদ্যুৎ অফিসে। পাশাপাশি ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। অতঃপর গরিফা আউটপোস্টের সহযোগিতায় এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ‌।

অন্যদিকে এ প্রসঙ্গে বলতে গিয়ে সিআইসি জিয়াউল হক বলেন,”ঘটনা আমাদের নজরে আসতেই আমরা বিদ্যুৎ দপ্তর সহ দমকল এবং গরিফা আউটপোস্টে খবর দিই। ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় মানুষজনকে। দমকল বাহিনীর তৎপরতায় আজ বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন হাজিনগরের মানুষ।”