অবতক খবর,১৬ মার্চ: বৃহস্পতি ও শুক্রবার, দু’দিনে এই টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে ওই তিন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংহের কাছ থেকে ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে।

পোস্তায় চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে। চন্দ্রমোহন বারুইপুরের বাসিন্দা। বৌবাজারে প্রদীপ সিংহের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর , ওই টাকা আয়কর দফতরের কাছে পাঠানো হবে। এত টাকার উৎস কী, তারই খোঁজ চলছে। চুরি বা কোনও অপরাধের মাধ্যমে এই টাকা অভিযুক্তেরা জোগাড় করেছেন কি না, খতিয়ে দেখবে পুলিশ।

আয়কর দফতর দেখবে, কোনও তছরুপ হয়েছে কি না! আসন্ন লোকসভা ভোটে এর কোনও ব্যবহার হত কি না, তা-ও খতিয়ে দেখা হতে পারে।