অবতক খবর,২৫ ডিসেম্বর: বড়দিনে ব্যারাকপুর ২ ব্লকের উওর ও দক্ষিণ যোগেন্দ্রনগর লোটাস ইয়ং সেন্টার ক্লাবের সামনে বুধবার সাতসকালেই দুয়ারে পরিষেবায় হাজির ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। এলাকার মানুষের আবাস যোজনার প্রাপ্য বাড়ি সহ পানীয় জল, রাস্তাঘাট নিকাশী অভাব অভিযোগ অসুবিধার কথা শুনলেন সভাপতি ।আশ্বাস ও দিলেন যথাসাধ্য প্রচেষ্টার।
বড়দিনে এলাকাবাসী দের কেক লজেন্স তুলে দিলেন। হেটে গিয়ে একটি মন্দিরের নির্মাণ কাজে তদারকি করেন। গত নভেম্বরে দুয়ারে সভাপতির কাছে আবেদনের ভিত্তিতে চাদঁপুর লেনিনগড় জি ব্লকে শারীরিক প্রতিবন্ধী (অস্থি ও পেশীর সমস্যা) এক মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে পৌঁছে দিলেন হুইল চেয়ার।
তার সুস্বাস্থ্য কামনা করে বড়দিনে কেক ফল মিষ্টি তুলে দিলেন সভাপতি।ছিলেন সমিতির সদস্য গৌরাঙ্গ সাহা, লিলি দে সাহা, ময়না হালদার, স্বপন হালদার সহ একঝাঁক পঞ্চায়েত সদস্যরা।পরিবার ও পড়শিরা খুশি সভাপতির এহেন মানবিক উদ্যোগে।