অবতক খবর,১লা জানুয়ারি: বড়ঞা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করা হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। বুধবার সকাল ন’টায় ঘাসের উপর জোড়া ফুল প্রতীকের পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পর্ব শুরু করা হয় ডাকবাংলা দলীয় কার্যালয়ে।

এক দিকে ইংরেজি সালের শুভ নববর্ষ , অপদেকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হওয়া এই দিনের এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন বড়ঞা ব্লক দক্ষিণ এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত অঞ্চলের সভাপতি ,পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য,ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ।

তৃণমূল নেতা মাহে আলমের ডাকে এদিনের এই সভা অনুষ্ঠিত হয় যেখান থেকে দলের একাধিক ইতিহাস তুলে ধরে আজকের এই দিনটির ভূমিকা তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। অনুষ্ঠান শেষে এলাকার প্রায় কয়েক হাজার দুস্থ অসহায় মানুষের হাতে শিত বস্ত্র তুলে দিয়ে ইংরেজি সালের নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় বড়ঞা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে।