অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ কলকাতা থেকে জেলা সর্বত্রই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে।হাসপাতালে জায়গা নেই, বিভিন্ন হাসপাতালে একটা বেডে দুই থেকে তিনজন ডেঙ্গু রোগীকে রাখা হচ্ছে। বজ বজ ২ নং ব্লকের নস্করপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামের চিত্রটা খুবই খারাপ। প্রতিমাসে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।এখনো পর্যন্ত যা টেস্ট হয়েছে শুধু বজ বজ নস্করপুর গ্রামে বিগত ১০ দিনে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩, অনেক এর আবার জ্বর । তাই আজ বজবজ দু’নম্বর ব্লকের সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের তরফ থেকে একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। যে ক্যাম্পের মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে যারা যারা ডেঙ্গু আক্রান্ত তাদের সঙ্গে দেখা করা হয় কি ধরনের ডাক্তারি পরিষেবা তারা নিচ্ছে সেগুলো নজর দেওয়া হয় পাশাপাশি এই এলাকার প্রায় আড়াইশ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় মশারি।এছাড়া এই ডেঙ্গু ও ম্যালেরিয়া র হাত থেকে বাঁচতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো সাধারণ গ্রামবাসীদের বোঝানো হয়।