অবতক খবর,৩ জুলাই,দক্ষিণ ২৪ পরগনা:গতকাল রাত্রিতে এলাকার লোকজন লাল কাপড় দেখালে দাঁড়িয়ে যায় যার ফলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বজ বজ শিয়ালদা গামী প্যাসেঞ্জার ট্রেন। উল্লেখ্য বজবজ শিয়ালদা শাখার আকড়া ও সন্তোষপুর এর মাঝে নিউ আয়নাল পড়া সংলগ্ন রেল লাইনে বড় ফাটল দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী জানা যায় শিয়ালদা থেকে একটি মালট্রেন বজবজ যাবার সময় বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। ছুটে গিয়ে দেখে রেল লাইনে ফাটল। ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদা থেকে যাত্রী বোঝাই ট্রেন বজবজে যাচ্ছে স্থানীয়রা লাল কাপড় দেখিয়ে টেনটি দাঁড় করায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি প্রায় দু ঘন্টা পর ফাটলের মেরামতির কাজ শুরু করে আটকে থাকার ট্রেনটিকে বজ বজের দিকে পাঠায় স্থানীয়দের তৎপরতায় শেষ পর্যন্ত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।