বছর শেষ
ইবলিশের খসড়া
তমাল সাহা

১)
সংসদের নিরাপত্তা অক্কা
এরা দেবে দেশকে সুরক্ষা?
গণতন্ত্রের পীঠস্থান মামাবাড়ির মোয়া!
বোমের কোনো আওয়াজ নেই,
শুধু হলুদ ধোঁয়া।

২)
৮৬২ কোটিতে গড়া পার্লামেন্ট।
সরকার কি বলেছিল নিরাপত্তা পার্মানেন্ট?

৩)
সংসদ হতে চাও, হও তুমি বাপ!
তার আগে শিখে নাও,যদি বাঁচতে চাও
কীভাবে দিতে হবে লাফ।

৪)
দেশ জুড়ে ধাপার মাঠ
রব উঠেছে চণ্ডীপাঠ গীতাপাঠ।
দিন আছে তো কি, রাত হবে না?
হাসপাতালই থাকবে, শ্মশান থাকবেনা!

৫)
ক’টা চা বাগান বন্ধ, কেউ কি জানে?
চা-মেয়েরা পেটে গামছা বেঁধে বাঁচে।
আমিও চা তুলতে জানি,
এই দেখো পিঠে ঝুড়ি উন্মত্ত নাচে!

৬)
বর্ধমানে মডেল স্টেশন হবে, নাকি অমৃত!
জলের ট্যাঙ্ক পড়লো ভেঙে
জখম ৩৪ , ৩ জন নিহত।

৭)
ট্যাংকের গভীরতা ও খুব গভীর।
ট্যাংক দুই প্রকার—
এক ট্যাংকে থাকে ওয়াটার
ওয়ার ট্যাংক মৃত্যুর আধার।

৮)
গেরুয়া দিচ্ছে টাকা, নিয়ে নিন।
নীল আমি,
আমাকে ভোটটা দিয়ে দিন।

৯)
দেখো, মন্ত্রীর কী বিশাল পা!
পা ধরেও চিকিৎসা হলো না।
মরে গেল ছা!

১০)
কী দুর্দিন! কী দুর্দিন!
৫৩৪ কোটি টাকা গুনতে গুনতে
ভেঙে গেল গণনা মেশিন।

১১)
বলিস্টার! টলিস্টার!
টুইংকেল টুইংকেল লিটল স্টার।
মর্তে বিগ স্টার মিনিস্টার
ভিস্তায় ঢুকে গেল ক্যানিসটার।

১২)
কতজন মরলো ভাই?
মাত্র পাঁচজন চাষী।
এ বছরে কোন মন্ত্রী মরেনি
মরেছে শুধু চাপরাশি।

১৩)
চিমনি ভাঙলো, বসিরহাট ইটভাটা।
চারজন শ্রমিক মরলো, টা!টা!

১৪)
দেশ জুড়ে কত নেতা,
মহান তাদের অঙ্গ প্রত্যঙ্গ!
রাষ্ট্রীয় নাচে কৌশলী বিভঙ্গ।
শ্রমিকেরাই বাঁচায় শ্রমিককে
তাকিয়ে দেখি সিল্কইয়া সুড়ঙ্গ।

১৫)
বিজ্ঞানে খুঁজে পাই
উত্তল অবতল অবতলোত্তল লেন্স
রাজ্য আর এমন কী বড়!
আমাদের সম্বল মাত্র ১৭০ টি অ্যাম্বুলেন্স!

১৬)
ক্ষমতা দখল! ভোট তো ফন্দির।
তুই গড় রামার, আমি গড়ি জগার মন্দির!

১৭)
যৌন নিগ্রহে আমার মেয়েরা কাহিল
তুমি আনো সংসদে নারী সুরক্ষা বিল!

প্রতিবাদ যতদূর যেতে পারে যায়
কুস্তিশৈলী নারীরা আমার
রাষ্ট্রীয় খেতাব পদক ছুড়ে ফেলে দেয় রাস্তায়।

ভারত মহাসাগরের পাশে কেউ কি মুখ লুকায় লজ্জায়?