অবতক খবর,৯ ডিসেম্বর: আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আজ থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন সপ্তাহের শুরুতে ফের বাধা পাবে শীত। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর ২৪ পরগনা, নদিয়া এই সব জেলায় অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে।