নরেশ ভকত :: বাঁকুড়া ::    বাঁকুড়া শহরের কাছাকাছি বনকাটা এলাকায় থাকা একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। এদের অধিকাংশই বহিরাগত। লকডাউনের জেরে কারখানার ভেতরের কলোনিতেই আটকে পড়েন ভিন রাজ্যের প্রায় ১০০ শ্রমিক।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি লক ডাউনের আগে ফেব্রুয়ারি মাস থেকেই বেতন বকেয়া রয়েছে। লক ডাউনের জেরে কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে রেশন দ্রব্য ঠিকমতো মিলছে না বলে অভিযোগ। এই অবস্থায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওই কারখানার শ্রমিকরা।

বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে আটকে পড়া শ্রমিকরা বারবার কর্তৃপক্ষকে জানালেও কোন সু-ব্যাবস্থা হয়নি বলে অভিযোগ। অবশেষে কারখানার শ্রমিকরা আজ কারখানার গেটে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শ্রমিকদের বকেয়া বেতন না দেওয়া পর্জন্ত কারখানার গেটে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।