অবতক খবর,৯ ফেব্রুয়ারী : মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত ধনাইপুর বকুলতলা এলাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উচ্ছ্বাস ও আনন্দ। বুধবার আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং মুর্শিদাবাদ জেলার প্রফেশনাল ডেপুটি পুলিশ সুপার (Dy. SP) আনন্দ মন্ডল। তাঁরা প্রতিযোগিতার ফিতা কেটে উদ্বোধন করেন এবং ব্যাডমিন্টন খেলে দর্শকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে, যেখানে দিনব্যাপী খেলার উত্তেজনা ছিল চরমে। দিবারাত্রির এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। খেলার শেষে বিজয়ী ‘স্বপ্নের ডানা’ দলকে ৫,০০১ টাকা নগদ পুরস্কার এবং একটি ট্রফি প্রদান করা হয়, আর রানার-আপ ‘জিয়াগঞ্জ’ দল পায় ৩,০০১ টাকা এবং ট্রফি।

শুধু বিজয়ী ও রানার-আপ দলই নয়, খেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে “ম্যান অব দ্য ম্যাচ”, “ম্যান অব দ্য সিরিজ” এবং সর্বোচ্চ নম্র ও ভদ্র আচরণকারী দর্শকদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এর ফলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও খেলা উপভোগের এক নতুন মাত্রা যোগ হয়।

এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্টই নয়, এটি দৌলতাবাদ থানার সহযোগিতায় একটি সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন হিসেবেও কাজ করেছে। খেলার সফল আয়োজনের জন্য এলাকাবাসী ও বিশেষ অতিথিরা বিশেষভাবে ধন্যবাদ জানান আয়োজকদের। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রফেশনাল ডেপুটি পুলিশ সুপার আনন্দ মন্ডল, দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ, গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক ইমদাদুল হোসেন, মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক, নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসনুল আলম সহ আরও অনেকে।

এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লোটাস মন্ডল, মামুন বিশ্বাস, রফি মন্ডল, গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার শিক্ষক আবু তোহা, স্বপ্নের ডানা টিম এবং এলাকাবাসী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপহার পেয়েছে বকুলতলা গ্রাম।

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় যে উন্মাদনা দেখা গেছে, তা নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা। দৌলতাবাদ থানা প্রশাসনের নিরলস প্রচেষ্টা ও সহযোগিতায় এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে, যা এলাকাবাসীর মনে দীর্ঘদিন ধরে গেঁথে থাকবে।