তুমি কি খাবে কি খাবে না, তুমি মন্দিরে মসজিদে যাবে কি যাবে না ,হিজাব পরবে কে পরবে না, নামাবলী গায়ে জড়াবে কি জড়াবে না, তোমার ইচ্ছে মতো রঙের ঝাণ্ডা ধরবে কি ধরবেনা তা কি তোমার উপর নির্ভর করবে না?

ফ্যাসিবাদ
তমাল সাহা

আকাশে ঘনায় মেঘ–
তুমি এখনো জানো না
কি হবে হাওয়ার গতিবেগ।
বইতে পড়েছো তবুও বোঝোনি
ফ্যাসিবাদ কিভাবে আসে।
এখনো কি তোমার জানতে বাকি আছে?

দেখো ধর্ম ধর্মকে করেছে তাড়া
ভীত সন্ত্রস্ত ধর্ম
কিভাবে পালায় এপাড়া থেকে ওপাড়া।
আর কত উলঙ্গ হবে সভ্যতা
ভারতবর্ষের দিকে তাকাও!
তুমি লিখে যাও নিশ্চুপে কবিতা!

এইতো তোমার প্রিয়তম দেশ
পড়ে থাকবে অবশেষ– ধ্বংসাবশেষ।

ছবিঃ প্রথম– মান্ডিয়া, কর্নাটক,২০২২
ছবিঃ দ্বিতীয়– লিভিভ, পোল্যান্ড, ১৯৪১