অবতক খবর,৬ ডিসেম্বর: ফেসবুক লাইভ করে স্কুল শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য বরানগরে। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের পরিজনদের।
বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসবীর কার। বছর ৫৪ এর মহিলা দীর্ঘদিন ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন। অবসর নেওয়ার দুবছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়।
হেনস্থার সাথে সাথে অপমান জনক মন্তব্য করার অভিযোগ করেন নিহত স্কুল শিক্ষিকা জাসবীর কার। সেই সমস্ত কথা নিজের ফেসবুক লাইভে জানান।