রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::   ফের হাওড়া থেকে গ্রেপ্তার ভুয়া ডাক্তার। গতকাল রাতে ব্যাঁটরা থানার পুলিশ তাকে দেশপ্রাণ শাসমল রোডের চেম্বার থেকে গ্রেপ্তার করে । ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে একটি দোকানে দীর্ঘদিন প্রাক্টিস করতেন অসিত কুমার রায় নামে ওই ভুয়া চিকিৎসক। নিজেকে তিনি স্কিন এবং যৌন রোগের ডাক্তার বলে পরিচয় দিতেন ।

কিছুদিন আগে এক মহিলার চোখের পাশে জ্বালা অনুভূত হয় । তখন ওই মহিলা ওই চিকিৎসকের কাছে গেলে তাকে ওষুধ দেন। ওই ওষুধে চোখের পাশে ব্যবহার করলে তার চোখের জ্বালা বেড়ে যায় এবং অবস্থার অবনতি হয়। এর প্রেক্ষিতে তিনি লিখিতভাবে ব্যাটারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত এর কাছ থেকে এম বি বি এস লেখা নকল প্রেসক্রিপশন পুলিশ উদ্ধার করে। যদিও তিনি অরিজিনাল এমবিবিএস সার্টিফিকেট দেখাতে পারেননি পুলিশকে। তার বিরুদ্ধে প্রতারণা এবং ক্লিনিক্যাল এস্তব্লিশমেন্ট অ্যাক্টএর বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে।