অবতক খবর,১১ ডিসেম্বর: কাঁচরাপাড়া আনন্দ বাজারের ব্যবসায়ী অশোক কুমার সাহার বিরুদ্ধে এবার উঠল গুরুতর অভিযোগ। কাঁচরাপাড়ার মহিলা ব্যবসায়ীদের জন্য যেহেতু আলাদা করে কোন টয়লেটের ব্যবস্থা নেই, সেই কারণে মহিলা ব্যবসায়ীরা সকলেই আনন্দবাজারের ভেতরে যে টয়লেট রয়েছে সেটিই ব্যবহার করেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে সেখানে তালা ঝোলানো রয়েছে। আর সেই চাবি একজন ব্যবসায়ীর কাছে রাখা হয়েছে। যারা আনন্দ বাজারের মহিলা ব্যবসায়ী তারাই শুধুমাত্র চাবি নিয়ে এই টয়লেট ব্যবহার করেন। কিন্তু এই বাজার ব্যতীত বাইরের মহিলা ব্যবসায়ীরা এই টয়লেট ব্যবহার করতে পারেন না। এরকম একটি অভিযোগ আমাদের কাছে আসে এবং আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমরাও দেখতে পাই যে টয়লেটে তালা দেওয়া রয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী অশোক বাবুর সাথে কথা বললে তিনি বলেন, প্রচুর দুর্গন্ধ হয়,সেই কারণে আমরা এই টয়লেট বন্ধ করে রেখেছি। তাছাড়া আমরা কেনই বা বাইরের কাউকে এই টয়লেট ব্যবহার করতে দেব? এই টয়লেট মেইনটেইন আমরা করি,তবে বাইরের লোক কেন ব্যবহার করবে?
এরপর যখন আমরা প্রশ্ন করি যে,এই চত্বরে তো মহিলাদের জন্য আলাদা কোন টয়লেট নেই,তবে এই টয়লেট তারা কেন ব্যবহার করবেন না? প্রয়োজনে আপনারা টাকা নিন।
এর জবাবে তিনি বললেন,বাইরের কেউ এই টয়লেট ব্যবহার করতে পারবে না,এমনটা আমরা হতে দেব না। কারণ এর আগেও আমরা পৌরসভা কে বলেছিলাম যে এই টয়লেট মেইনটেনের জন্য কিছু ব্যবস্থা করতে, কিন্তু পৌরসভার পক্ষ থেকে তা করা হয়নি। সুতরাং বাইরের কেউ এই টয়লেট ব্যবহার করতে পারবে না।
কিন্তু অশোক বাবুর বিরুদ্ধে অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রয়োজনে তিনি টাকা নিক অথবা অন্য কোন ব্যবস্থা করুক, কিন্তু এইভাবে তো টয়লেটে তালা মেরে দেওয়া ঠিক না। ছেলেদের টয়লেটেও তো অনেক মানুষ আসছে। তবে এক্ষেত্রে শুধু কি মেয়েদের টয়লেট থেকেই গন্ধ আসে?
ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যখন আমরা তুলে ধরি এবং আরো প্রশ্ন তুলি তখন ব্যবসায়ী অশোক বাবু উত্তর দিতে না পেরে তিনি বলেন,আমি আর এ বিষয়ে কিছু বলব না। পরবর্তীতে তিনি আমাদের উপরে উত্তেজিত হয়ে চড়াও হন।
আনন্দ বাজারের সেক্রেটারি বাপ্পা মন্ডলের উদ্যোগে টয়লেটটি পুনরায় খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। এতে খুশি অভিযোগকারীরা। তবে অশোক বাবুর এহেন আচরণে হতাশ অন্যান্য ব্যবসায়ীরা।