অবতক খবর,১১ ডিসেম্বর: ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বুধবার রাজু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন। তারপর সেখান থেকেই ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে যাবেন। তাদের দাবি দীর্ঘ ১১ বছর ধরে B.ed Trained+TET PASS করে বয়স গুলো শেষ।

তাই দ্রুত Upper_Primary দ্বিতীয় ইন্টারভিউ নিয়ে নিয়োগ করতে মাননীয়া মুখ্যমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপের দাবি
২. একই সাথে ২০১৪ পরীক্ষার পর Primary একাধিকবার নিয়োগ এবং পরীক্ষার সুযোগ পেলেও Upper_Primary অন্ধকারের অতলে তলিয়ে। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ১০ লক্ষ চাকরির মধ্য থেকে উচ্চ-প্রাথমিক TET pass+Trained যারা পড়ে আছে তাদের দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ।