অবতক খবর,৪ মে: আরো একবার মানবিকতার নজির গড়লেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। আজ সোদপুর ট্রাফিক মোড়ে গ্রীষ্মকালীন দাবদাহ থেকে সকল ট্রাফিক কর্মীদের সুরক্ষিত রাখার জন্য ছাতা, Sunglass, face mask, রুমাল, ORS, Glucon-D, জলের বোতল, ব্যাগ ইত্যাদি বিতরণ করা হল।

উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এ.সি.পি (ট্রাফিক-ব্যারাকপুর) সৌমানন্দ সরকার, WBPS ও সেন্ট্রাল ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন রুদ্র (Insp) এবং সোদপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক কুমারেশ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।