অবতক খবর,২৫ নভেম্বর: ফের ভুয়ো বার্থ সার্টিফিকেট ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ পৌরসভায় এলাকায়। সেদিন এক ব্যক্তির পৌরসভায় তার বার্থ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি বনগাঁ পৌরসভায় যান, এবং বনগাঁ পৌরসভার পৌরকর্মীরা বার্থ সার্টিফিকেটটি দেখে সন্দেহ করেন। এরপর জানা যায় ওই বাচ্চা সার্টিফিকেটটি নকল। যেখানে প্রাক্তন পৌর প্রধানের স্বাক্ষর জাল করে এবং সিল জাল করে বাথ সার্টিফিকেটটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে বনগাঁ পৌরসভা পৌরপ্রধান গোপাল শেঠ বলেন ভারত আমাদের ভারতীয়দের কাছে, বার্থ সার্টিফিকেট জাল করা বিপদজনক পরিস্থিতি তৈরি করছে। আগামী দিনে যারা এই নকল বার্থ সার্টিফিকেট তৈরি করছেন বা নফল বার্থ সার্টিফিকেট দিচ্ছেন এবং আগামী দিনে বাংলাদেশীদের সুযোগ করে দিচ্ছেন তা আরও বিপদজনক পরিস্থিতি ঘুনিয়ে আসছে আমাদের জন্য।