অবতক খবর,২৭ ডিসেম্বর: পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে বুধবার ফের পাপ্পুকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। দুপক্ষের সওয়াল জবাব শেষে এদিন বিচারক পাপ্পুকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন আদালতে দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পাপ্পুর বিরুদ্ধে কোনও প্রমান পুলিশ আদালতে জমা দিতে পারেনি।

তাদের আইনি লড়াই জারি থাকবে। তাদের আইনের ওপর আস্থা আছে। মুখ্যমন্ত্রীর ওপর তাঁর আস্থা আছে। তবে ন্যায় বিচারের জন্য তিনি উচ্চ আদালতে যাবার চিন্তা-ভাবনা করছেন। অপরদিকে পাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন, নয় দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু বিচারক সাতদিনের পুলিশি হেফাজত ধার্য করেছেন। রাকেশ বাবু আরও বলেন, পাপ্পুর বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত কোনও তথ্য প্রমাণ জমা দিতে পারেনি। পরিকল্পনা মাফিক পাপ্পুকে ফাঁসানো হয়েছে আগামীদিনে প্রমান হয়ে যাবে।