অবতক খবর , সংবাদদাতা :: করোনা আবহে ভাটপাড়া যেন উত্তপ্ত পরিস্থিতি থামছেই না। ফের ভাটপাড়ায় গুলি চলল। ভাটপাড়ার আর্য সমাজ মোড়ের কাছে ধারু সিং ওরফে ধারুয়াকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি করে খুব কাছথেকে তারা। একটি গুলি তার কানের উপর লেগেছে। ঘটনা স্থলে পডেজান ধারু সিংহ । তাকে তাড়াতাড়ি তুলে নিয়ে হাসপাতালে যান তার অনুগামীরা। মূলত ধারু আগে অর্জুন সিং অনুগামী ছিলেন। এলাকায় অর্জুন অনুগামী বলে তার বিশেষ পরিচিতি ছিল।বলা ভালো অর্জুন সিং এর একটা পিলার ছিলেন তিনি। তারপর গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ তিনি অর্জুনের সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন।

তৃণমূল নেতাদের অভিযোগ অর্জুন সিং এর নির্দেশেই এই ঘটনাটি ঘটেছে । তাদের দাবি অর্জুন সিং ভাটপাড়া কে ফের উত্তপ্ত করতে চাইছেন। মূলত আজ সকাল দশটা নাগাদ আর্য সমাজের পাশ দিয়ে মোটরবাইক করে যাচ্ছিলেন ধারু সিংহ। সেই সময়ে মুখে কাপড় বাঁধা দুজন দুষ্কৃতী তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। তার দুটি গুলি লাগে। প্রথমে তাকে গোলঘর হাসপাতাল ও সেখান থেকে তাকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থা খারাপ দেখে ধারু সিংহ কে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।সেখানে তার চিকিৎসা চলছে।