অবতক খবর,১ অক্টোবর: ফের বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। চার জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা।

তিনি জানিয়েছেন, গত ২৫ তারিখে ইসলামপুর থানার জিরো পানি এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় চারজনের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত।

অভিযুক্ত চারজনের বাড়ি ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা।