অবতক খবর,১ সেপ্টেম্বরঃ শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানার সামনে আজ শ্রমিক দের এক জনসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন এই এক্সাইড ব্যাটারি থেকে বিভিন্ন যন্ত্রাংশ বাইরে বিক্রি হয়ে যাচ্ছে একদল অসাধু ব্যক্তির দ্বারা আমরা চাই না কোন ইন্ডাস্ট্রির ক্ষতি হোক। এই ব্যাটারি ফ্যাক্টরিতে একজন ম্যানেজার আছে সে নিজের রোজগার করবার জন্য নানারকম দুর্নীতি র সাথে জড়িত। স্ক্রাব বিক্রি করার নামে ভালো ভালো মেশিন বিক্রি করে দিচ্ছএ। এই ব্যাটারি ফ্যাক্টরিতে আট বছর ধরে কোন নির্বাচন হয় না কর্মীদের ফলে মালিকপক্ষ একতরফা সিদ্ধান্ত নেয়। সব ইউনিয়নকে একজোট হয়ে ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে লড়তে হবে। মালিকপক্ষ সব সময় চায় ইউনিয়নের মধ্যে বিভেদ থাকুক।