অবতক খবর,৩ সেপ্টেম্বরঃ শুক্রবার দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দমদম ক্যান্টনমেন্ট এলাকায় একটি জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে বলুন তাতে আমাদের কোন আপত্তি নেই। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলুন আমার কোন আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা ব্যানার্জির নামে কুৎসা করবেন না দুর্নীতির রানী মমতা ব্যানার্জি এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায় রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না কি করবে আমি বলতে পারছি না। সিপিএম বিজেপি কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি। তৃণমূলের সব লোককে দুর্নীতিগ্রস্থ বলবেন না। আর মমতা ব্যানার্জি নামে কোন কুৎসা প্রচার করবেন না। দেশে গণতন্ত্র আছে আপনার প্রচার করতে পারেন, দেশে আইন আছে আপনি আইনি ব্যবস্থা নিন। দোষ হলে এমন একটা ভাব যে তৃণমূল পচে গেছে, না। এই যে ব্রাত্য বসুর ছবি আছে কেউ বলতে পারবে ব্রাত্য কারো থেকে কোনদিন পাঁচ টাকা নিয়েছে। রাজ্যের শিক্ষা মন্ত্রী। শিক্ষা মন্ত্রী যে কত ভালো হতে পারে ব্রাত্য হচ্ছে তার দৃষ্টান্ত। সুতরাং একই কালি দিয়ে সবাইকে আপনি ব্রাশ মেরে দিলেন এটা চলবে না। আমার এখনো সব জেলে চলে যায়নি যাবো না। আমরা লড়লে একসাথে লড়ব।
আজকে রোজ বলছে তৃণমূলের লোকেরা চুরি করছে হ্যা দু একটা চুরি যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে চুরি। এই যে পার্থ চ্যাটার্জি করেছিল ওর সঙ্গে একটা মেয়ে তার কাছ থেকে অনেক টাকা সোনা পাওয়া গেছে আমরা পার্থকে দল থেকে বার করে দিয়েছি।
আপনাদের মায়েদের বোনেদের পরিষ্কার বলতে চাই যদি কারো বিরুদ্ধে প্রমান হয় সে দুর্নীতি করেছে আমরা লাইন কেটে পার্টি থেকে তাকে তাড়িয়ে দেবো কোন অসুবিধে নেই। হ্যা তৃণমূলের একশোটা লোক আছে তারমধ্যে পাঁচটা লোক দুর্নীতি করে থাকতে পারে। কেউ তো শুদ্ধ তুলসী পাতা নয়। যে করবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কে আমাদের বিচার করছে, বিচার হবে আদালতে, আদালতে জর্জ যখন বলবে তুমি দোষী তখন দোষী হবে। চ্যানেল গুলি যদি বিচার বসায় রোজ সন্ধ্যা বেলায় বিচারের জায়গাটা কি টিভি চ্যানেল। বিচারের জায়গাটা হচ্ছে আদালতে। আদালতে বিচার হওয়াটা সাজে। টিভি চ্যানেলে বিচার করবে সেটা ঠিক হবে না তাই আমরা এর বিরুদ্ধে।