অবতক খবর :: জলপাইগুড়ি :: ২৯ জুন ::    আন্তঃরাজ্য মদ পাচারের সময় ফের বিপুল পরিমানে মদ উদ্ধার জলপাইগুড়িতে। সোমবার দুপুরে জলপাইগুড়ি শহর লাগোয়া ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মদ সমেত দুই জনকে গ্রেফতার করল কোতোয়ালি থানায় পুলিশ। উদ্ধার করা মদের বাজার মূল্য প্রায় ৫০-৬০ লক্ষ টাকা। অভিযানে, পাচারের সঙ্গে যুক্ত একজন পালিয়ে যায় বলে দাবী পুলিশের।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে। এরপর বিহার নম্বরের একটি ট্রাক জাতীয় সড়কে আসতেই পুলিশ ওই ট্রাকের পিছু নেয়। পুলিশের উপস্থিতি বুঝেই জাতীয় সড়কের যানজটের সুযোগ নিয়ে পালিয়ে যায় এক পাচারকারী। পাচারে অভিযুক্ত অন্য দুজনকে ধরে ফেলে পুলিশ৷ উদ্ধার হয় এক ট্রাক ভর্তি বিদেশী মদ।

ধৃতদের জেরা করে পুলিশের জানতে পারে, অসমের তেজ পুর থেকে ডালখোলা হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশী মদ। পুলিশ জানিয়েছে, বিহারে মদ বন্ধ থাকার কারণে, চরা দামে মদ বিক্রি করতেই অসম থেকে মদ নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।

ট্র‍াকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে, ধৃতদের জেরা করে আন্তঃরাজ্য মদ পাচার চক্রের মূল পান্ডাদের কাছে পৌঁছতে চেষ্টা করছে পুলিশ।