অবতক খবর,২৭ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর,এগরা: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এবার শিরোনামে উঠে এলো গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিজেপির এগরা ৩ মন্ডলের বিজেপির সভাপতি দেবকুমার পন্ডা ও তার অনুগামীরা পঞ্চায়েত অফিসে গিয়ে তান্ডব চালায়। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল খোদ বিজেপি নেতা ও কর্মী-সমর্থকেরা। অভিযোগ, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউকে ধমক দেয় বলে অভিযোগ।

বিজেপি নেতৃত্বের দাবি, আমাদের কথা মতো পঞ্চায়েত চালাতে হবে। যদিও এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। তবে বিজেপিকে কটাক্ষ করতে দেরি করেনি রাজ্যের শাসকদল। এগরা ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজকুমার দুয়ারী জানিয়েছেন, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে আজ থেকে টাকা পয়সার ভাগ বাঁটোয়ারা নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বিজেপি আগামী পাঁচ বছর পঞ্চায়েত চালাতে পারবে না। এতো সবে শুরু, সময়ের সঙ্গে অনেক প্রেক্ষাপট পরিবর্তন ঘটবে।