নিজস্ব সংবাদদাতা,অবতক খবর :: রবিবার নৈহাটি ২৪ নম্বর ওয়ার্ডের বিআরএস কলোনিতে উত্তর ২৪ পরগণা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর হাত ধরে ৫০-৬০জন কর্মী তৃণমূলে যোগদান করলেনl উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঞ্জাল স্বাস্থ্য বিভাগের পারিষদ সনৎ দে, কাউন্সিলর কানাইলাল আচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে সুবোধ অধিকারী বলেন,গত ২৩ শে মে-র পর যারা বিজেপিতে গিয়েছিলেন, তারা এখন বুঝতে পারছেন যে বিজেপি দাঙ্গাবাজ এক দল। এই বিজেপির কেন্দ্র শাসিত সরকার ধাপ্পাবাজীর মাধ্যমে সমস্ত দেশের নাগরিকদের ব্যাংকে ১৫ লক্ষ টাকা করে দেবার প্রতিশ্রুতি বছরে দু কোটি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভারতবাসীর সঙ্গে প্রতারণা ও জোর করে এনআরসি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হন।
অন্য আরেক প্রশ্নের উত্তরে গত তিনদিন আগে ২৬ নম্বর ওয়ার্ডের পাপ্পু মাহাতো দলবদল প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, জোর করে ধৃতরাষ্ট্রের বিজেপি ভুল বুঝিয়ে তাদের অনুকূলে নিয়ে গেলেও ভবিষ্যতে ভয় কাটিয়ে তৃণমূলেই আসবে বলে দাবি করেন।