অবতক খবর,১ ডিসেম্বর : নৈহাটিতে অবৈধ ভাবে বালি তোলার ঘটনায় ফের পুলিশের জালে এক বালি পাচারকারী। সূত্র মারফত জানা গিয়েছে, নৈহাটির কল্যানী এক্সপ্রেসওয়ের কাছ থেকে পুলিশ তাঁকে পাকড়াও করে। বালি পাচারকারীর নাম মনোজ দাস, এই নামেই এলাকায় তাঁর পরিচিতি। বার বার গরিফা গঙ্গার পাড় ছাইঘাটে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছে নৈহাটি। এই বালি কারবারে প্রথম থেকেই মনোজ দাস জড়িত। যদিও এই বিষয়ে নৈহাটি থানা পুলিশের তরফ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। যদিও অবৈধ ভাবে বালি তোলার ঘটনায় ধৃত মনোজ দাসকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।
ABTAK EXCLUSIVE