অবতক খবর,৩০ অক্টোবর: বিজেপি নেত্রী মামনি জানার বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছেন বিজেপি নেত্রী। নন্দীগ্রামের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেছিয়া গ্রামের ঘটনা।
আমগেছিয়া এবং মহেশপুর বাজারের মাঝে তুই খালি নন্দীগ্রাম রাজ্য সড়কের উপরে উদ্ধার হয় দুটি বোম। প্রসঙ্গত যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেই রাজ্য সড়ক থেকে মামনি জেলার বাড়ির দূরত্ব ১০০ মিটার। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমার আঘাতে জখম হয়েছিলেন মামনি জানা।
বিজেপি নেত্রীর অভিযোগ গতকাল রাতে তার ওপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে এসেছিল।
সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।