অবতক খবর,১৬ ডিসেম্বর: কেন্দ্র সরকারের পরিসংখ্যানে মাংস উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। সোমবার এই বিষয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গোটা দেশের মধ্যে পশু প্রোটিন উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন শীর্ষস্থানে। কেন্দ্রীয় সরকার প্রকাশিত ‘অ্যানিমাল হাজব্যান্ড্রি স্ট্যাটিসটিক্স ২০২৪’ এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ মাংস উৎপাদনে ১২.৬২%, দেশের প্রথম স্থান অধিকার করেছে, যা উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাপিয়ে গেছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের বার্ষিক বৃদ্ধি দেশের সর্বোচ্চ, যা ৯.৭৬%। জাতীয় গড়ের তুলনায় (৩.৭৮%) এটি তিন গুণেরও বেশি। একইভাবে ডিম উৎপাদনে রাজ্যের বার্ষিক বৃদ্ধির‌ হার ১৮.০৭ শতাংশ, যেখানে জাতীয় গড় মাত্র ৩.১৮ শতাংশ‌‌।