অবতক খবর,৫ এপ্রিল: ফের ডাকাতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়।চাকুলিয়ার কানকি স্টেশন সংলগ্ন শিমুলিয়ায় এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতিরা। বৃহস্পতবার গভীর রাতে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১৪জনের এক ডাকাতদল। বাড়ির লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধে লুঠপাট চালায় তারা।ডাকাতদের মুখ কাপড়ে ঢাকা ছিল। এমনকী বাধা দিতে গিয়ে বাঁশ দিয়ে

মারধোর করে গৃহকর্তা জয়দেব চৌধুরীকে।লুঠ হয়েছে দশভরি সোনা, নগদ টাকা। ঘটনার খবর পেয়ে আসে চাকুলিয়া থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এএলাকাজুড়ে। ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মাসখানেকের মধ্যে চাকুলিয়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পরপর ডাকাতির ঘটনায় দুষ্কৃতিদের দমনে পুলিশী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এমনকি ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।