জলপাইগুড়ি :: অবতক খবর :: ২৬ জুন :: জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি। ভোরের আলো ফুটতেই স্থানীয় বাসিন্দা দেখতে পান একটি দাঁতাল হাতি একটি পাট খেতে ঘোরাঘুরি করছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ডাউকিমারি এলাকার ঘটনা। দাঁতাল হাতিটির হানায় দুজন আহত হল। শুক্রবার সাত সকালে একটি দাঁতাল লোকালয়ে ঢুকে পড়ে।
স্থানীয়রাও হাতি দেখতে ভিড় জমায়, তখনই হাতির হানায় দুজন আহত হয়। অনুমান রামশাই জঙ্গল থেকে ধুপগুড়ির গধেয়ারকুঠি হয়ে হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে খাবারের সন্ধানের। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনার চেষ্টা করে, এদিকে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সুস্থ রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।