অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ ফের কুসংস্কারের বলি এক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার রোসকুরা এলাকায়। মৃত ওই যুবকের নাম মহম্মদ সহেল (২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে মহম্মদ সহেল নামে ওই যুবক বাথরুম করতে বেড়িয়ে ছিল। বাথরুম করার সময়ে তার পায়ে বিষাক্ত সাপ কামড়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের লোকজনের মহম্মদ সহেল কে স্হানীয় এক ওঝার কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করার জন্য।
সেখানে প্রায় ৯ ঘন্টা ধরে ঝাড়ফুঁক করার পর মহম্মদ সহেলের অবস্থা অবনতি হতে শুরু করলে তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া আছরে পড়ে এলাকায়।